ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে দুই ভাইসহ নিখোঁজ ৩

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে মাছ শিকার করতে গিয়ে দুই ভাইসহ তিন জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজরা হলেন উপজেলার দরগাহপাড়ার শাহজাহান শাহের ছেলে ফারুখ (২৮), বাবুইয়্যা (২০) ও শাহজাহান শাহের নাতি (নাম পাওয়া যায়নি, বয়স আনুমানিক ১৪ বছর)। 

বুধবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরগাহপাড়া সড়কের নাশিখালে তারা নিখোঁজ হন।

স্থানীয় সূত্রে জানা যায়, নাশিখালের ওপর নির্মাণাধীন বীর মুক্তিযোদ্ধা ছুরত আলম সেতুর নিচে ঢলের পানিতে মাছ শিকার করতে যান তারা। এ সময় ঢলের পানিতে নিখোঁজ হন। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান শুরু করে।

ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ আলম বলেন, নিখোঁজরা দরগাহপাড়া গ্রামের শাহজাহান শাহের ছেলে ও নাতি। মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হন তারা। উদ্ধার কার্যক্রম চলছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বিশ্বাস বলেন, নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। তবে এখনও তাদের খোঁজ পাওয়া যায়নি।

এদিকে টেকনাফে ভারী বৃষ্টিপাতে কয়েক হাজার মানুষ পানিবন্দি রয়েছেন। মঙ্গলবার সকালে হোয়াইক্যংয়ের মনিরঘোনায় পাহাড় ধসে রকিম আলী (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু এবং পৌরসভার পুরাতন পল্লান পাড়ায় আহত হয়েছে পাঁচ শিশু।