লক্ষ্মীপুরে এর আগে একদিনে এত মানুষ আক্রান্ত হয়নি

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় ২০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা এ জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

সবমিলিয়ে গত ১০ দিনে লক্ষ্মীপুর জেলায় এক হাজার ১৭ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মঙ্গলবার (২৭ জুলাই) ১৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৩ জনে। এ পর্যন্ত করোনায় ৭০ ও উপসর্গ নিয়ে ৯৮ জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে ২৯ জন করোনা রোগী ভর্তি আছেন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮৫৯ জন। হাসপাতাল আইসোলেশনে আছেন ৯৮ জন।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার জানান, লক্ষ্মীপুর জেলায় অধিক হারে টিকা দেওয়ার জন্য বুধবার (২৮ জুলাই) থেকে জেলা পরিষদ মিলনায়তনে আটটি বুথের ব্যবস্থা করা হয়েছে। যাতে লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রতিদিন দুই হাজারের বেশি মানুষকে টিকা দেওয়া যায়।