চাঁদপুর হাসপাতালে ৮ ঘণ্টায় ৭ মৃত্যু

চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আইসোশেন ইউনিটে সাত জন মারা গেছেন। বুধবার (২৮ জুলােই) রাত ১০ টা থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোর ৬টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে দুই জন করোনা আক্রান্ত ছিলেন।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৗলা রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৮ ঘণ্টার ব্যবধানে হাসপাতালের আইসোলেশনে আসা রোগীদের মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জন করোনা পজিটিভ ছিলেন। অন্যদের করোনা উপসর্গ ছিল।

করোনা আক্রান্ত হয়ে ফরিদগঞ্জ ও চাঁদপুর সদরের দুই জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে কচুয়া, খাজুরিয়া, ফরিদগঞ্জ, গনিয়া ও রামগঞ্জের একজন করে রোগী মারা গেছেন।