লক্ষ্মীপুরে একদিনে রেকর্ড শনাক্ত

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় ২২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা এ জেলায় একদিনে ভাইরাসটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। একই সময়ে করোনা আক্রান্ত চারজন মারা গেছেন বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার।

গত ১২ দিনে লক্ষ্মীপুর জেলায় প্রায় দেড় হাজার মানুষের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৫৯ জনে। এ পর্যন্ত করোনায় ৭৫ এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৮ জন।

বর্তমানে হাসপাতালে ৫৫ জন করোনা রোগী ভর্তি আছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন। ৮৫৯ জন হোম আইসোলেশনে আছেন।

জেলায় ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের মধ্যে সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার সবাইকে স্বাস্থ্যবিধি মানতে ও ২৫ ঊর্ধ্বদের টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন।