ফুটবল খেলায় ও রাস্তায় ঘোরাঘুরি করায় আটক ৪৪

চাঁদপুরে লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে ফুটবল খেলায় এবং দেখায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি অকারণে রাস্তায় ঘোরাঘুরি করায় আরও ৩০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ জুলাই) বিকাল ৫টার দিকে জেলা পুলিশ সুপার মিলন মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে শহরের বড় স্টেশন মোলহেড, আক্কাস আলী স্কুল মাঠ এবং প্রেসক্লাবের পেছন থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, কঠোর লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে ফুটবল খেলছিল এবং খেলায় দর্শক হিসেবে উপস্থিত ছিল ১৪ জন। বাকিরা অকারণে রাস্তায় ঘোরাফেরা করছিল।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, আক্কাস আলী মাঠে ফুটবল খেলায় এবং দেখার অপরাধে ১৪ জনকে আটক করা হয়। পাশাপাশি বড় স্টেশন মোলহেড ও প্রেস ক্লাবের পেছন থেকে আরও ৩০ জনকে আটক করা হয়। লকডাউন অমান্য করায় তাদের আটক করা হয়েছে। অভিভাবকরা থানায় এসেছেন। মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, সদর সার্কেলের এএসপি আসিফ মহিউদ্দীন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া।