রাঙামাটিতে অস্ত্র-গুলিসহ ৪ ইউপিডিএফ সদস্য আটক

রাঙামাটিতে অভিযান চালিয়ে অত্যাধুনিক অস্ত্র ও গুলিসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চার সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

আটককৃতরা হলেন সুরেন চাকমা (৪৬), অন্নাসং চাকমা (৪৫), অনিল চাকমা (১৯) ও সাইমন চাকমা (৪০)। শনিবার (৩১ জুলাই) সকালে বরকল উপজেলার ছোট কাট্টলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, তাদের কাছ থেকে একে ২২ রাইফেল, ৭৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, চারটি মোবাইল, একটি ভুয়া আইডি কার্ড, ৬৩ হাজার ৫৯২ টাকা এবং চাঁদা সংগ্রহের রশিদ বই উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত রাইফেল

সূত্র আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে রাঙামাটির বিভিন্ন উপজেলায় সন্ত্রাসী ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল। তারা ইউপিডিএফের প্রসীত গ্রুপের সশস্ত্র শাখার সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বরকল থাকায় হস্তান্তর করা হবে।

রাঙামাটি সদর জোন সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামের অস্ত্রধারী, চাঁদাবাজ ও আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে এটি একটি সফল অভিযান। পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।