কোম্পানীগঞ্জে সেতুমন্ত্রীর বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার বড় রাজারামপুর গ্রামে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বিকাল ৪টায় এ বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি অবিস্ফোরিত ককটেল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মন্ত্রীর বাড়ির সামনে বসুরহাট-দাগনভূঞা সড়কে কয়েকটি ককটেল ছোড়া হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। খবর পেয়ে, পুলিশ ও কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুপ্রভাত চাকমা ঘটনাস্থলে রয়েছেন। কারা এ হামলা করেছে তা জানা যায়নি।’ 

সেতুমন্ত্রীর ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা যুক্তরাষ্ট্রে থাকায় এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনায় তীব্র ও নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।