ওয়ার্ড পর্যায়ে টিকাদান কার্যক্রম সীমিত করলো চসিক

টিকা স্বল্পতার কারণে ওয়ার্ড পর্যায়ে টিকাদান কার্যক্রম সীমিত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত টিকাদান কার্যক্রম চলার কথা থাকলেও এখন শুধু ৭ আগস্ট ওয়ার্ড পর্যায়ে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। বুধবার (৪ আগস্ট) রাতে নিজের ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।

এর আগে গত ১ আগস্ট টিকা কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত এক সভায় মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছিলেন, ‘আগামী ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটিতে দৈনিক ৬০০ করে প্রায় দেড় লাখ ডোজ টিকা দেওয়া হবে।’

ফেসবুক স্ট্যাটাসে মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত টিকাদান কার্যক্রম টিকা স্বল্পতার কারণে আপাতত সীমিত করা হয়েছে। ৭ আগস্ট শুধু একদিন প্রতিটি টিকা কেন্দ্রে ৩০০ জনকে টিকা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে আলোচনা সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। অনেক চেষ্টার পরেও এটা পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। আগামী ১৪ আগস্ট থেকে টিকা প্রাপ্তি সাপেক্ষে এ কর্মসূচি পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’