অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ সদস্য আটক

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চিফ টোল কালেক্টর লালন চাকমাকে (৩৮) আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার রাতে উপজেলার সাপমারা এলাকায় এ অভিযান চালান মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা।

এ সময় ওই ইউপিডিএফ সদস্যের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ, নগদ টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়।

এর আগে গত ৫ আগস্ট চাঁদাবাজির অভিযোগে মাটিরাঙ্গা ও গুইমারা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে চাইল্যা প্রু মারমা (২৩) এবং চাথই মারমা (২৯) নামে আরও দুই ইউপিডিএফ কালেক্টরকে আটক করে সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদে তাদের তথ্যের ভিত্তিতে শুক্রবার লালন চাকমাকে সাপমারা এলাকা থেকে আটক করা হয়।

আটক লালন চাকমাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অস্ত্র ও চাঁদাবাজি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী।