মোনাফের দোকানের প্রথম ক্রেতা জেলা প্রশাসক

বান্দরবা‌নে প্রতিবন্ধী ব্যক্তির দোকান থে‌কে প্রথম বাজার করে তা শিশু‌দের মধ্যে বি‌লি‌য়ে দি‌য়ে‌ছেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি। বুধবার (১১ আগস্ট) সকালে রোয়াংছ‌ড়ির ছাইঙ্গাতে প্রতিবন্ধীকে দেওয়া প্রধানমন্ত্রীর উপহা‌রের ঘর ও দোকান উ‌দ্বোধন ক‌রেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক ব‌লেন, রোয়াংছ‌ড়ির ছাইঙ্গাতে ১০ বছর ধ‌রে মোনাফ নামের এক প্রতিবন্ধী ব্যক্তি মস‌জি‌দে থা‌কতেন। তার কোনও স্বজন নেই। খবর পে‌য়ে ওই প্রতিবন্ধী‌কে এ‌কটি প্রধানমন্ত্রীর উপহা‌রের ঘর দেওয়া হ‌য়। পাশাপাশি প্রশাস‌নের পক্ষ থে‌কে ঘ‌রে যাওয়ার জন্য এক‌টি সিঁড়ি, রান্নার জন্য গ্যাসের চুলা, বিশুদ্ধ পা‌নি, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়। এছাড়া তার আত্মকর্মসংস্থা‌নের জন্য এক‌টি দোকানঘরও করে দেয় জেলা প্রশাসন। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন জেলা প্রশাসক।  

এ‌দি‌কে প্রধানমন্ত্রীর উপহা‌রের ঘর ও দোকান পে‌য়ে প্রতিবন্ধী মোনাফ প্রধানমন্ত্রী ও জেলা প্রশাস‌কের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 

এসময় রোয়াংছ‌ড়ি উপ‌জেলা চেয়ারম্যান চহাইমং মারমা, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল জা‌বেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট কা‌য়েসুর রহমানসহ বান্দরবা‌নের বি‌ভিন্ন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।