লঞ্চে ডিজে পার্টি, বিদ্যুতের তারে জড়িয়ে ১৫ কিশোর দগ্ধ

কুমিল্লার তিতাস নদীতে লঞ্চের ছাদে মাইক লাগিয়ে ডিজে পার্টি করার সময় বিদ্যুতের তার জড়িয়ে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ কিশোর দগ্ধ হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। 

সোমবার (২৩ আগস্ট) রাত ১০টায় তিতাস দড়িকান্দি ও শিবপুর ব্রিজের পূর্ব পাশে মেসার্স বাদল সরকার অ্যান্ড সন্স নামের একটি লঞ্চে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে দাউদকান্দি ও তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তিন কিশোরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনায় তিন জন নদীতে পড়ে গেলে দুই জনকে উদ্ধার করা হয়েছে। তবে একজন এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শুনেছি একজন নিখোঁজ ও ১৫-১৬ জন আহত হয়েছে। আহতরা চিকিৎসা নিচ্ছে। কেউ নিখোঁজ রয়েছে কি-না নিশ্চিত না। নিশ্চিত হলে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।