আ.লীগ নেতার পাহাড় কাটার প্রমাণ পেলো পরিবেশ অধিদফতর

বান্দরবানের থান‌চি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি থোয়াইহ্লা মং মারমার বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগের সত্যতা পেয়েছে জেলা পরিবেশ অধিদফতর।

‘বাড়ি বানাতে পাহাড় কাটছেন উপজেলা আ.লীগের সভাপতি’ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনে এ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয়, বা‌ড়ি বানা‌নোর না‌মে পাঁচ এক‌রের বিশাল পাহাড় কে‌টে সমতল ভূমিতে পরিণত কর‌ছেন এ আওয়ামী লীগ নেতা। এমন সংবাদ প্রকাশের পর সেখানে তদ‌ন্তে যান বান্দরবান জেলা পরিবেশ অধিদফতরের পরিদর্শক মো. আবদুল সালাম।

শ‌নিবার (৪ ‌সেপ্টেম্বর) সকা‌লে তি‌নি কাটা পাহাড়‌টি প‌রিদর্শন ক‌রেন। পরিদর্শন শেষে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বান্দরবা‌নের থানচি উপজেলা চেয়ারম্যান ও উপ‌জেলা আওয়ামী লী‌গ সভাপ‌তি থোয়াইহ্লা মং মারমা বা‌ড়ি বানা‌তে পাহাড় কাট‌ছেন এবং পাহাড়ের মা‌টি অধিক দামে বি‌ক্রি কর‌ছেন- এমন সংবাদ পে‌য়ে এখানে এসেছি। পাহাড়‌ কাটার সত‌্যতা পে‌য়ে‌ছি। সরকারি আইনে পাহাড় কাটার নিয়ম নেই। তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নি‌র্দেশে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, থান‌চি বাস‌ স্টেশন থে‌কে আমতলী যাওয়ার রাস্তা সংলগ্ন ইউনিয়ন প‌রিষদ এলাকায় পাহাড়টির অবস্থান। দুইটি এস্কে‌ভেটর দি‌য়ে সমানতা‌লে পাহাড়টি কাটা হচ্ছে।