১০ দাবিতে পণ্য পরিবহনে ৪৮ ঘণ্টার কর্মবিরতির হুমকি

সংগঠনের যৌক্তিক দাবিগুলো আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে পণ্য পরিবহনে ৪৮ ঘণ্টা কর্মবিরতি পালনের হুমকি দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরি মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

শনিবার (০৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে সংগঠনের নেতারা এ হুমকি দেন। সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক কমিটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। 

সংগঠনের নেতারা বলেন, পণ্য পরিবহন মালিক-শ্রমিকের হৃদয়ে জমানো ব্যথা বিস্ফোরণ হওয়ার সময় হয়েছে। সংগঠনের দাবিগুলো আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে পণ্য পরিবহনে ৪৮ ঘণ্টা কর্মবিরতি পালনসহ আন্দোলন অব্যাহত থাকবে।  

এ সময় দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা, পণ্য পরিবহন মালিক-শ্রমিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ রক্ষার্থে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরা হয়। ১০ দফা দাবি আদায়ে আগামী ২৭-২৮ সেপ্টেম্বর সোম ও মঙ্গলবার সারাদেশে পণ্য পরিবহনে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়।

১০ দফার প্রথম দফা হলো ট্রাকচালক লিটন হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। দ্বিতীয় দফা দাবি হলো ড্রাইভিং লাইসেন্সের জটিলতা নিরসন করে লাইসেন্স দিতে হবে।

সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আহ্বায়ক মো. নুরুল আবছারের সভাপতিত্বে ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির দফতর সম্পাদক মো. আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরি মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মো. রুস্তম আলী খান। 

এতে প্রধান বক্তা ছিলেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃনাল চৌধুরী। কর্মসূচিতে সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম আঞ্চলিক নেতাকর্মীরা অংশ নেন।