নোয়াখালীতে ১৪৪ ধারা ভেঙে মিছিল, আটক ১০

নোয়াখালী পৌর এলাকায় ১৪৪ ধারা ভেঙে মিছিল বের করায় যুবলীগ ও ছাত্রলীগের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তারা নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে মিছিলটি মাইজদী শহরের গণপূর্ত অধিদফতর ভবনের সামনে থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয় দিকে রওনা হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

নোয়াখালীতে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, কিছু লোক ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা করেছে। পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিভিন্ন স্থান থেকে ১০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, জেলা কমিটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের তিন গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানের ঘটনায় নোয়াখালী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পৌর এলাকায় সব ধরনের জমায়েত নিষিদ্ধ রয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন। ভোর ৬টা থেকে অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন-

নোয়াখালীতে কমিটি গঠন নিয়ে আ.লীগের তিন পক্ষ মুখোমুখি