বেকারি পণ্যে কাপড়ের রঙ, ৯০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তিনটি বেকারিতে অভিযান পরিচালনা করেছে র‍্যাব। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুগঞ্জ  উপজেলা সদরে বড়বাজার ও কলাবাগান এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন বেকারির মালিককে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস।

র‍্যাব জানায়, আশুগঞ্জ উপজেলার বিভিন্ন বেকারিগুলোতে মানহীন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি হচ্ছে। যা মানবদেহের জন্য ক্ষতিকর। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ ভৈবর ক্যাম্পের সদস্যরা আশুগঞ্জ সদরে তিনটি বেকারিতে অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ ধারায় নন্দন বেকারির মালিক মজনু মিয়াকে ৩০ হাজার, আনন্দ বেকারির মালিক শফিকুল ইসলামকে ২৫ হাজার এবং রাসেল বেকারি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে ইউএনও অরবিন্দ বিশ্বাস বলেন, ‘র‍্যাবের দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আশুগঞ্জের তিনটি বেকারির খাবারে কাপড়ের কেমিক্যাল রঙয়ের ব্যবহার, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদ না থাকায় ভ্রাম্যমাণ আদালত তিন বেকারিকে জরিমানা করা হয়েছে।’