বাদ্যের তালে তালে বিদ্যালয়ে প্রবেশ শিক্ষার্থীদের

দেড় বছর পর বাদ্যের তালে তালে বিদ্যালয়ে প্রবেশ করলো বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। রবিবার (১২‌ সে‌প্টেম্বর) সকাল ৮টা থেকে বিদ্যালয়ে প্রবেশ করতে থাকে তারা। এ সময় কলে‌জের অধ্যক্ষ লে. ক‌র্নেল সিরাজুল ইসলাম বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে ফুল দিয় শিক্ষার্থীদের বরণ করে নেন। প‌রে স্বাস্থ্যবি‌ধি মে‌নে শুরু হয় প্রথম দি‌নের পাঠদান।

অধ্যক্ষ লে. ক‌র্নেল সিরাজুল ইসলাম উকিল ব‌লেন, করোনা মহামারির পর স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। এতে স্কুল-কলেজে প্রাণ ফিরেছে। শিক্ষার্থীদের মাঝে পড়ালেখার উৎসাহ দেখা গেছে। স্কুল-কলেজ খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ।

সকাল ৮টা থেকে বিদ্যালয়ে প্রবেশ করতে থাকে শিক্ষার্থীরা

এ‌দি‌কে, সকা‌লে বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, বান্দরবান কালেক্টরেট স্কুলসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ-উল্লাসের সঙ্গে প্রবেশ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মে‌নে শ্রেণিকক্ষে প্রবেশ করতে উৎসা‌হিত ক‌রেন শিক্ষকরা।