নৌপুলিশের ওপর হামলা, ৫ জেলে আটক

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযানকালে নৌপুলিশের ওপর জেলেদের হামলার ঘটনায় দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (১৩ সেপ্টেম্বর) ‌দুপুরে মেঘনার চিরারচর এলাকায় অভিযান চলাকালে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশ ২০ লাখ মিটার কারেন্ট জালসহ হামলাকারী পাঁচ জেলেকে আটক করেছে। চাঁদপুর নৌথানা সূত্রে জানা গেছে, নৌপুলিশ সুপার কামরুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার ও নৌথানার ইনচার্জ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় নদীতে ফেলে রাখা কারেন্ট জাল ওঠাতে গেলে পুলিশের ওপর জেলেরা নৌকা নিয়ে হামলা করে। এতে নৌথানার কনস্টেবল শরীফ উল্লাহ, আব্দুল কাদের আহত হন। পরে হামলাকারী ছয় জেলেকে একটি নৌকাসহ আটক করে। এ সময় নদীকে ফেলা ২০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

নৌথানা পুলিশের ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম জানান, তাৎক্ষণিক হামলাকারী পাঁচ জেলেকে আটক করলেও এর মধ্যে একজনের বয়স কম হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকিদের চাঁদপুর মডেল থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় নৌথানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, আমরা সকালে নদীতে অভিযানে যাই। নদী থেকে অবৈধ জাল ওঠানোর এক পর্যায়ে মোহনপুরের ওই এলাকায় কিছু জেলে আমাদের ওপর হামলা চালায়। এতে তিনজন আহত হয়। হামলার ঘটনায় আমরা পাঁচজনকে আটক করেছি।