মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে গোলাগুলি, আহত ১

নোয়াখালী সদর উপজেলায় মাদক ব্যবসা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে মো. রুবেল (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় দাদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

রুবেল দাদপুর গ্রামের মো. হানিফের ছেলে। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দাদপুর ইউনিয়নে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিপন গ্রুপ ও কসাই জহির গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে বুধবার রাত সাড়ে ১১টায় দাদপুর ইউনিয়নের হাকিমপুর ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় উভয় গ্রুপের সদস্যরা গোলাগুলি শুরু করে। এতে গুলিবিদ্ধ হয় রুবেল। স্থানীয়রা উদ্ধার করে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে বুধবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গুলিবিদ্ধ রুবেলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।