ফেনীর দাদনার খালের দখল-দূষণ তদন্তের নির্দেশ 

ফেনী জেলার দাগনভূঁঞা পৌর এলাকার দাদনার খাল দখল ও দূষণ প্রতিরোধে সরেজমিন তদন্তের নির্দেশ দিয়েছে জেলার স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এই আদেশ দেওয়া হয়। আদালত ৪ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য জেলার পরিবেশ অধিদফতরের উপপরিচালককে নির্দেশ দিয়েছেন। আদালতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আদেশে- তদন্তকারী হিসেবে জেলার পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক পর্যায়ের কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার জন্য বলা হয়েছে। তদন্ত কাজে প্রকাশিত সংবাদপত্রের সম্পাদক ও প্রতিবেদককে তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। 

এছাড়া, তদন্ত কাজে দাগনভূঁঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অফিসার ইনচার্জকে আইনগত ও প্রশাসনিক সহায়তা দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। 

প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়, প্রায় দুইশ’ বছরের পুরোনো ও অতি প্রয়োজনীয় দাগনভূঁঞা উপজেলার দাদনার খাল দখলে ও দূষণে বিলীন হওয়ার পথে। খালটি আট কিলোমিটার দীর্ঘ হলেও তিন কিলোমিটার দখল এবং দূষণের মধ্যে রয়েছে। এ অবস্থায় জনজীবনের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত ও পরিবেশ সংক্রান্ত অপরাধ নির্মূল করার লক্ষ্যে প্রকাশিত সংবাদকে আমলে নিয়ে বিস্তারিত তদন্ত হওয়া প্রয়োজন মর্মে আদালতের নিকট প্রতীয়মান হওয়ায় আদালত এই আদেশ দিয়েছেন।

আদালতের আদশে বলা হয়েছে- প্রকাশিত সংবাদ সত্যতা প্রমাণিত হলে তা পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬ঙ ও ১৫ ধারার টেবিল ৮ এবং দ্য গভর্নমেন্ট অ্যান্ড লোকাল অথোরিটি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং (রিকভারি অব প্রসেশন) অর্ডিনেন্স, ১৯৭০ অনুযায়ী শাস্তিযোগ্য ও বিচারযোগ্য অপরাধ বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যস্থা গ্রহণ করা হবে।