২৮ কোটি টাকার চেক চুরি করা আইনজীবীর বিরুদ্ধে সমন

মামলার নথি থেকে ডিজঅনার হওয়া ২৮ কোটি টাকার একটি চেক চুরির ঘটনায় অভিযুক্ত আইনজীবী জোবায়ের মো. আরঙ্গজেবের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। চেক চুরির ঘটনায় আইনজীবীর বিরুদ্ধে আদালতে মামলার পর সোমবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফিউদ্দিন অভিযোগ আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে সমন জারি করেন। 

বাদীর আইনজীবী সুলতান মো. অহিদ এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, শিল্প প্রতিষ্ঠান এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান এসএ অয়েল রিফাইনারি লিমিটেডের জেনারেল ম্যানেজার সৈয়দ ফরিদুল আলম মামলাটি করেন। 

সোমবার বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত আসামি জোবায়েরের বিরুদ্ধে সমন জারি করেন। ১৫ নভেম্বরের মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এর আগে, এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান এসএ অয়েল রিফাইনারি লিমিটেডের বিরুদ্ধে ২০১৩ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখা ২৭ কোটি ৯৭ লাখ ৮৮ হাজার ৭২০ টাকার চেক প্রত্যাখ্যাত (ডিজঅনার) হওয়ার অভিযোগে মামলা করে। মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আলম ও তার স্ত্রী ইয়াসমিন আলমকে অভিযুক্ত করা হয়। মামলাটি চট্টগ্রাম মহানগর ৫ম যুগ্ম দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। গত ৯ সেপ্টেম্বর বিকালে ওই আদালতে মামলার নথি দেখার সময় চেকটি কৌশলে নিয়ে যান জোবায়ের। পরে রাত ১০টায় তার কাছ থেকে এটি উদ্ধার করা হয়।

জোবায়েরের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, জোবায়ের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আগে এসএ রিফাইনারিতে চাকরি করতেন। নানা অনিয়মের কারণে তাকে চাকরিচ্যুত করা হয়। জোবায়ের চেক ডিজঅনার মামলায় কখনও প্রতিষ্ঠানটির আইনজীবী ছিল না। জোবায়েরকে কখনও ওকালতনামাও দেওয়া হয়নি। এরপরও তিনি মামলার নথি পর্যবেক্ষণ করেন। চেক চুরি করে ধরা পড়ার ঘটনায় প্রতিষ্ঠানটি অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন ও ব্যাংকিং লেনদেনে সমস্যার মুখে পড়েছে। চেক চুরির ঘটনার পর প্রতিষ্ঠানটি লেনদেনে বাধাপ্রাপ্ত হয়ে ১০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়। এ ঘটনায় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।