হালদা থেকে মৃত ডলফিন উদ্ধার

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) নিয়মিত টহল দেওয়ার সময় হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

একই সময় নদী থেকে পাঁচ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। উদ্ধার মৃত ডলফিনটির দৈর্ঘ্য ৫৮ ইঞ্চি। ওজন আনুমানিক ৩৫-৪০ কেজি।

সদরঘাট নৌপুলিশের ওসি মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ সকালে নৌপুলিশের একটি টিম নিয়মিত টহলে গেলে হালদা নদীর তীরে মৃত ডলফিনটি ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়ার কাছে হস্তান্তর করে। ডলফিনটির শরীরের বেশিরভাগ অংশ পচে গেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ঘেরা জালে আটকে এটির মৃত্যু হয়েছে।’