‘সত্যিকারের ভোটের জন্য ২ বছরের জাতীয় সরকার লাগবে’

দেশে সত্যিকারের ভোট হতে হলে দুই বছরের জন্য একটা জাতীয় সরকার লাগবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেছেন, ‘সব পরিবর্তন করতে হবে। ব্রেন থেকে পা পর্যন্ত অপারেশনের জন্য এক লাখ টাকার ওপর খরচের জায়গা নেই। তিন হাজার টাকার অপারেশনে দুই হাজার টাকা লাভ থাকে। অথচ ঢাকা শহরে চোখের ছানি অপারেশনের জন্য ৫০ হাজার থেকে এক লাখ টাকা নেওয়া হয়। এসব পরিবর্তন করতে হবে। জাতীয় সরকার হোক, দেখবেন দুই সপ্তাহের মধ্যে ওষুধের দাম অর্ধেক হয়ে যাবে। না হলে আমাকে ফাঁসি দিয়ে দেবেন।’

শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গণসংহতি আন্দোলনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির চট্টগ্রাম শাখা এই আলোচনার আয়োজন করে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অর্থের অপচয় করেছেন। ১২ দিন তিনি দেশের বাইরে ছিলেন। এই ১২ দিনে প্রধানমন্ত্রী যে টাকা খরচ করেছেন, এর অর্ধেক টাকা ব্যয় করলে চট্টগ্রামের জলাবদ্ধতা থাকতো না। চট্টগ্রামে ড্রেনে পড়ে যে চার জন মারা গেছেন, তাদের জীবনহানি হতো না। অথচ খালেদা জিয়া দুই কোটি টাকা ঠিকমতো জমা না দেওয়ার কারণে দুই বছর ধরে জেলের ঘানি টানছেন। তবুও মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুস্বাস্থ্য কামনা করি। আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করি।’

পরিবর্তনের জন্য জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পরিবর্তন দরকার। জনগণের সরকার দরকার। রাস্তায় নামতে হবে। জনগণের সরকার হলে বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না। প্রত্যেক লোকের চাকরি হবে। কেউ অভাবে থাকবে না।’

গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু এবং মুহম্মদ আমির উদ্দিন।