নালায় নিখোঁজ সালেহ আহমেদের ছেলেকে চাকরি দিলেন মেয়র

নালায় পড়ে নিখোঁজ সবজি ব্যবসায়ী সালেহ আহমদের ছেলেকে চাকরি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকাল ৪টায় সালেহ আহমেদের ছেলে সাদেকুল্লাহ মহিমের হাতে নিয়োগপত্র তুলে দেন মেয়র।

মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, সালেহ আহমদের ছেলে সাদেকুল্লাহ মহিমকে সিটি করপোরেশনের ওয়ার্কশপ হেলপার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সাদেকুল্লাহ মহিমের হাতে নিয়োগপত্র তুলে দেন মেয়র

গত ২৫ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় আয়োজন রেস্টুরেন্টের সামনে নালায় পড়ে নিখোঁজ হন সালেহ আহমদ। ওই সময় বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নালার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে তিনি নালায় পড়ে যান।

গত দুই মাসেও সালেহ আহমদের সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘদিন নগরীর বিভিন্ন নালা ও খালে অভিযান চালিয়ে খোঁজ না পেয়ে একপর্যায়ে অভিযান সমাপ্ত ঘোষণা করেন।