সেই ২ চেয়ারম্যান প্রার্থীর দলীয় মনোনয়ন বাতিল করলো আ.লীগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের আলোচিত দুই ইউপি চেয়ারম্যান প্রার্থী দেওয়ান আতিকুর রহমান আঁখি ও মো. আবুল হাসেমের দলীয় মনোনয়ন বাতিল করা হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) রাতে তাদের মনোনয়ন বাতিল করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ।

জানা গেছে, নাসিরনগর সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আবুল হাসেম এবং হরিপুর ইউনিয়নে দেওয়ান আতিকুর রহমানকে আসন্ন ইউপি নির্বাচনে লড়তে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত করে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। বিষয়টি বিজ্ঞপ্তি আকারেও প্রকাশ করা হয়। তবে তারা দুই জনই ২০১৬ সালে নাসিরনগরে মন্দির ভাঙার আলোচিত মামলার চার্জশিটভুক্ত আসামি। পরে বিষয়টি জানাজানি হলে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র অসন্তোষ প্রকাশ করে অনেকে। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও এ নিয়ে বিস্ময় প্রকাশ করা হয়। পরে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কেন্দ্রীয় আওয়ামী লীগ বিতর্কিত দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করে।

নাসিরনগর সদরে আবুল হাসেমের পরিবর্তে পুতুল রানী বিশ্বাস ও হরিপুরে দেওয়ান আতিকুরের পরিবর্তে ওয়াসিম আহমেদকে মনোনয়ন দেওয়া হয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, ‘নাসিরনগর সদর এবং হরিপুরে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুই জনই মন্দিরে হামলা মামলার পুলিশের দেওয়া চার্জশিটভুক্ত আসামি। তাদেরকে মনোনয়ন না দেওয়ার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করা হয়। পরে এ বিষয়ে অবগত হলে বুধবার রাতে তাদের মনোনয়ন বাতিল করে।’

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী নাসিরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিল ১৭, বাছাই ২০, প্রত্যাহার ২৪ ও২৫, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।