মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে বেপরোয়া গতির মাইক্রোবাসের চাপায় একরাম হায়দার সেলিম (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। শনিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে স্থানীয় ঠাকুরদিঘি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

একরাম হায়দার সেলিম উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। এ ছাড়া ১৯৯৮ সালে তিনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মুজিবুল হকের মেজো ছেলে।

স্থানীয় যুবলীগ নেতা এমরান হোসেন সোহেল বলেন, শনিবার দুপুর ১২টায় একরাম হায়দার সেলিম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। গাড়িটি প্রায় দেড় কিলোমিটার দূরে মুচিপোল এলাকায় গিয়ে থামে। দুর্ঘটনায় তার মাথার পুরো অংশ থেতলে গেছে। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি একেএম শরফুদ্দীন বলেন, নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সড়ক দুর্ঘটনার পর চালক মাইক্রোবাসটি রেখে পালিয়ে যায়। পুলিশ মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছে।