কৃষক লীগ নেতার মনোনয়নপত্র ছিঁড়ে মারধরের অভিযোগ

চট্টগ্রামের মীরসরাইয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে এক স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে গেলে স্থানীয় নির্বাচন অফিসের সামনে থেকে তাঁর মনোনয়নপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মীরসরাই সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইউনিয়নের কিছমত জাফরাবাদ গ্রামের মৃত শফিউল আলমের ছেলে মেজবাউল আলম। তিনি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। শনিবার বিকালে কয়েকজন কর্মী-সমর্থককে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে যান। সেখানে কয়েকজন সন্ত্রাসী তার হাত থেকে মনোনয়নপত্র কেড়ে নিয়ে তা প্রকাশ্যে ছিঁড়ে ফেলে দেয়। এরপর তাকে বেধড়ক মারধর করে। পরে তিনি মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মেজবাউল আলম অভিযোগ করে বলেন, ‘আমি মনোনয়নপত্র জামা দিতে গেলে ৯ নম্বর সদর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী শামসুল আলম দিদারের লোক ইকবাল, নোমানসহ অজ্ঞাত ১৫-২০ জন সন্ত্রাসী নির্বাচন কর্মকর্তার অফিসের সামনে থেকে আমার মনোনয়নপত্র কেড়ে নেয় এবং প্রকাশ্যে ছিঁড়ে ফেলে দেয়। এরপর আমাকে পিটিয়ে তাড়িয়ে দেয়। পরে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং মীরসরাই থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফারুক হোছাইন সাংবাদিকদের বলেন, ‘এ ধরনের ঘটনার বিষয়ে প্রার্থী কোনও লিখিত অভিযোগ দেয়নি। নির্বাচন অফিসের বাইরে এ ধরনের ঘটনা ঘটলে আমাদের কিছু করার নেই। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মীরসরাই থানার ওসি মজিবুর রহমান বলেন, ‘এমন একটি ঘটনা শুনেছি। তবে নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, এ  ধরনের কোনও অভিযোগ তিনি পাননি। আমরা থানায় অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে দেখবো।’

প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর মীরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।