সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কায় ৫০ ফুট দূরের গর্তে পড়লো প্রাইভেটকার 

কুমিল্লায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ধুুমড়ে মুচড়ে গেছে একটি প্রাইভেটকার। এ ঘটনায় প্রাইভেটকার চালক ও বুড়িচং উপজেলার ভরাসার গ্রামের মৃত শাহ আলমের ছেলে সেন্টু মিয়া (৩৬) আহত হয়েছেন। 

রবিবার (১৭ অক্টোবর) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বদরপুর গোমতীরপাড় সড়কের অরক্ষিত রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হানিফ জানান, পালপাড় থেকে কুমিল্লা শহরমুখী একটি প্রাইভেটকার রেল ক্রসিং পার হওয়ার চেষ্টা করেন। এ সময় চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি ৫০ ফুট দূরে একটি গর্তে গিয়ে আছড়ে পড়ে। এ সময় স্থানীয়রা প্রাইভেটকার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে প্রাইভেটকারে অন্য কোনও যাত্রী ছিল না।

কুমিল্লা রেলওয়ে থানা পুলিশের ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী ঘটনার  সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত।