কর্মস্থলে যাওয়ার পথে গাড়িচাপায় প্রাণ গেলো ২ শ্রমিকের

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় হায়দার আলী ও আতা মিয়া নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ শ্রমিক। বুধবার (২০ অক্টোবর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। 

হতাহতরা সবাই অটো রাইস মিলের শ্রমিক। তাদের বাড়ি দিনাজপুর সদর উপজেলার মাঝিপাড়া এলাকায়। আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কারও নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার পাঁচ জন শ্রমিক আশুগঞ্জ খাঁন অটো রাইস মিলে কাজের জন্য বাসে করে দিনাজপুর থেকে আশুগঞ্জে আসেন। ভোরে মহাসড়কের এক পাশ দিয়ে হেঁটে রাইস মিলে যাচ্ছিলেন তারা। পথে সোনারামপুর এলাকায় দ্রুতগামী কোনও এক যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হায়দার ও আতা মিয়া মারা যান। এ সময় তাদের সঙ্গী অপর তিন শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। 

খবর পেয়ে সকালে সরাইল কুট্টাপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, কোন ধরনের যানবাহন তাদেরকে চাপা দিয়েছে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।