কাপ্তাইয়ে ইউপি সদস্য নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ৭

রাঙামাটির কাপ্তাইয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্য সজিবুর রহমান নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) কাপ্তাই থানায় নিহতের বোন নাহার (৩৩) বাদী হয়ে মামলা করেন। মামলায় এজাহারভুক্ত ৩২ ও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার দিন রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ছয় জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে জড়িত সন্দেহে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

রাঙামাটিতে নির্বাচনি সহিংসতায় প্রাণ গেলো ইউপি সদস্যের

উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান, নির্বাচনি সহিংসতায় ইউপি সদস্য প্রার্থী (বর্তমান সদস্য) নিহতের ঘটনায় আসন্ন ইউপি নির্বাচনে কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শুধু সাধারণ সদস্য পদের নির্বাচন স্থগিত করেছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ১১টায় কাপ্তাই নতুন বাজারের মা বেকারির সামনে দুই জন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইউপি সদস্য প্রার্থী ও ইউপি সদস্য সজীবুর রহমান নিহত হন। এতে আহত হন তিন জন। এর প্রেক্ষিতে কাপ্তাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন।