গোপন বৈঠক থেকে জামায়াতের ৮ নারী কর্মী গ্রেফতার 

ফেনীর সোনাগাজীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপন বৈঠক থেকে জামায়াতের আট নারী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার উত্তর চর চান্দিয়া এলাকায় জামায়াতে ইসলামীর নেতা কালিম উল্যাহর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। একই সময়ে ওই বাড়ি থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহকেও আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। জামায়াত নেতা কালিম উল্যাহ সাংবাদিক নেতা এম আবদুল্লাহর ভগ্নিপতি।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনার অভিযোগে থানায় মামলা হয়েছে। তাদের মধ্যে জেলা মহিলা জামায়াতের সেক্রেটারি শাহেদা আক্তার রয়েছেন। অন্যরা সবাই জামায়াতের বিভিন্ন এলাকার দায়িত্বশীল কর্মী।

সোনাগাজী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ‘জামায়াত নেতা কালিম উল্যাহর বাড়িতে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে জামায়াতের আট নারী কর্মীকে গ্রেফতার করা হয়।

বৈঠক থেকে উগ্রবাদী মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রসিদ বই, দাওয়াতি কার্ডসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেফতার আট নারী কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করা হয়েছে।’