ভাতিজাকে গলা কেটে হত্যায় চাচার ফাঁসি

নোয়াখালীর চাটখিল উপজেলায় ভাতিজাকে হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ডাদেশ ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নওমুসলিম বিধান চন্দ্র দাস ওরফে সাইফুল ইসলাম চাটখিল উপজেলার মধ্য দশঘরিয়া গ্রামের দাস বাড়ির মৃত নেপাল চন্দ্র দাসের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ২০১৭ সালের ১০ জানুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে আসামি তার ভাতিজা পূর্ণ চন্দ্র দাস ওরফে ডেঙ্গুকে চাটখিল উপজেলার দশঘরিয়া বাজারে মাছ বিক্রিকালে হঠাৎ এসে পেছন থেকে চুল টেনে ধরে ছুরি দিয়ে গলা কেটে দেয়। এরপর বুকে ও পিঠে পরপর দুটি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই পূর্ণ চন্দ্র মারা যান। তাৎক্ষণিক অন্যান্য মাছ বিক্রেতাসহ বাজারের লোকজন আসামি বিধান চন্দ্র ওরফে সাইফুল ইসলামকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নিহতের স্ত্রী পলি চন্দ্র দাস বাদী হয়ে চাটখিল থানায় হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য ও শুনানি শেষে মামলার প্রায় সাড়ে চার বছর পর বিচারক এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গুলজার আহমেদ জুয়েল জানান, আসামি বিধান চন্দ্র দাস ওরফে সাইফুল ইসলাম আদালতে ভাতিজা পূর্ণ চন্দ্র দাসকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।