আইনমন্ত্রীর এলাকায় ইউপি নির্বাচনে থাকবে না নৌকা 

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের নির্বাচনি এলাকায় দলীয় প্রতীক নৌকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে না। শনিবার (২০ নভেম্বর) আখাউড়া পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আইনমন্ত্রী এ ঘোষণা দেন। 

তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উৎসবমুখর করার জন্যে আমার নির্বাচনি এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা এবং আখাউড়া উপজেলায় দলীয় প্রতীক নৌকা ছাড়া নির্বাচন হবে।  

এ সময় আইনমন্ত্রী আরও বলেন, খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করে, বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল। শেখ হাসিনা খুনিদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। বাংলাদেশকে তারা তলাবিহীন ঝুড়ি বানানোর চেষ্টা করেছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন।

আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, আখাউড়া পৌর মেয়র ও  উপজেলা যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূঁইয়া, মনির হোসেন বাবুল, হুমায়ুন কবিরসহ উপজেলার সব ইউনিয়ন নির্বাচনের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী মেম্বার প্রার্থীরা।