লক্ষ্মীপুরে পুকুরে মিললো ১০ ইলিশ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি পুকুর থেকে ১০টি জাটকা (ছোট ইলিশ) ধরা পড়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার চর ফলকন ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরে এগুলো ধরা পড়ে।

চর ফলকন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন বলেন, বেড় জাল দিয়ে পুকুরে দেশীয় প্রজাতির মাছ ধরার সময় ১০টি জাটকা ধরা পড়ে। এগুলোর আকার ৬ থেকে ৭ ইঞ্চি। পুকুরে আরও ইলিশ থাকতে পারে। 

স্থানীয় বাসিন্দা গাজী হোসেন জানান, পুকুরটি মেঘনা নদীর কাছে হওয়ায় জোয়ারের সময়ে জাটকা আসতে পারে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ বলেন, বর্ষা মৌসুমের শুরুর দিকে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে পুকুরটি ডুবে যায়। ওই সময় মেঘনা নদী থেকে আসা লবণাক্ত পানির সঙ্গে ইলিশ ঢুকে পড়ে। পরে জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো থেকে যায়। আজ জাল ফেললে বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে ইলিশও ধরা পড়ে।