গোলা ভেঙে ধান খাওয়ায় হাতির বিরুদ্ধে জিডি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গোলা ভেঙে ধান খাওয়ায় হাতির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক কৃষক। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের কৃষক নিপুল কুমার সেন বোয়ালখালী থানায় জিডি করেন। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বাংলা ট্রিবিউনকে বলেন, পাহাড় থেকে মাঝে মাঝে বন্য হাতি লোকালয়ে এসে ফসলের ক্ষয়ক্ষতি করে। সর্বশেষ গত মঙ্গলবার ভোরে জ্যৈষ্ঠপুরা এলাকায় হাতি প্রবেশ করে। এ সময় ওই লাকার কৃষক নিপুল কুমারের গোলা ভেঙে সব ধান খেয়ে ফেলে। পরে লোকজন হাতিগুলোকে এলাকা থেকে তাড়িয়ে দেয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বাংলা ট্রিবিউনকে জানান, গোলা ভেঙে প্রায় ১৫০ আড়ি (এক আড়ি সমান ১০ কেজি) ধান খাওয়ার অভিযোগ এনে হাতির বিরুদ্ধে জিডি করেছেন ওই ‍কৃষক।