চট্টগ্রামে দ্রুতযানের চালককে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

হাটহাজারী রুটের দ্রুতযান সার্ভিসের বাসচালক আবদুর রহিমকে পিটিয়ে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত (২৯ নভেম্বর) ২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার আমিন কলোনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ওসি কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় নগরীর বায়েজিদ থানার আমিন জুট মিল এলাকায় সাইড না দেওয়াকে কেন্দ্র করে একটি মাইক্রোবাসে থাকা কয়েকজন ব্যক্তি চালক আব্দুর রহিমকে ব্যাপক মারধর করেন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে ওইদিন রাত ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন শনিবার (২৮ নভেম্বর) সকালে হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ শ্রমিকরা। পরে একই দিন রাতে নিহত চালকের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের নামে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।