রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪৭ ভরি সোনা উদ্ধার, গ্রেফতার ৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ৪৭ ভরি স্বর্ণালংকার, আট হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এপিবিএনের সদস্যরা। বুধবার (১ ডিসেম্বর) দুপুরে উখিয়ার বালুখালী পানবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন- উখিয়া ৯নং রোহিঙ্গা ক্যাম্পের মো. ইদ্রিস (১৯), মো. সেলিম (১৮) ও সুরা খাতুন (৩৫) ।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, উখিয়া পানবাজার এলাকায় ক্যাম্পের একটি ঘরে মাদক চালান মজুতের খবরে পুলিশের একটি দল মো. ইদ্রিসের বাড়িতে অভিযান পরিচালনা করে। এতে বাড়িতে তল্লাশি চালিয়ে আট হাজার পিস ইয়াবা উদ্ধার করে। তার স্বীকারোক্তি মতে ক্যাম্প ১০-এর বাসিন্দা মো. সেলিমের বাড়ি অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে তিনটি সোনার বার, চারটি আংটিসহ ৪৭ ভরি স্বর্ণালংকার ও মাদক বিক্রির টাকা ৫৬ হাজার টাকাসহ সেলিম এবং তার মা সুরা খাতুনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে তিন জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।