ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের লাঠির আঘাতে প্রাণ গেলো বাবার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামে ছেলের লাঠির আঘাতে ছোট্ট মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৬ ডিসেম্বর) বিকালে বেড়তলা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় ঘাতক পুত্রের হাত থেকে পিতাকে রক্ষা করতে গিয়ে মা মিনারা বেগমও আহত হয়েছেন। এ ঘটনার পর ঘাতক মনির হোসেনকে নিজ বাড়ি আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পানিশ্বর ইউনিয়নের বেড়তলা পশ্চিমপাড়া গ্রামের ছোট্ট মিয়া নরসিংদী ও তার ছেলে মনির হোসেন সিলেটে ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজের সুবাদে মনির হোসেন সিলেটের ইট ভাটা মালিকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে আসেন। তবে বাড়িতে এসে ইট ভাটার কাজে যাচ্ছিলেন না মনির। পরে ভাটার মালিকের পক্ষ থেকে তার বাবা ছোট্ট মিয়াকে বিষয়টি জানানো হয়। মনিরকে আজ বিকালে সিলেটে গিয়ে ইট ভাটার কাজে যোগ দেয়ার জন্য চাপ দেন বাবা। এতে ক্ষিপ্ত হয় মনির। একপর্যায়ে উত্তেজিত হয়ে ধান মাড়াইয়ের একটি লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে ছেলে। এতে ঘটনাস্থলেই ছোট্ট মিয়া প্রাণ হারান।

এ সময় ঘাতক ছেলের হাত থেকে স্বামী ছোট্ট মিয়াকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী মিনারা বেগম আহত হব। তাকে স্থানীয়রা উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, ঘাতক মনিরকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই মজিবুর রহমান বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ মামলায় মনিরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।