তিন লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

কক্সবাজারের উখিয়া উপজেলার রেজুআমতলী মিয়ানমার সীমান্তে ইয়াবা কারবারির সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

সোমবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিন লাখ ২০ হাজার পিস ইয়াবা ফেলে মিয়ানমারে পালিয়ে যায় তারা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) কক্সবাজার ৩৪ বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদে বিজিবি জানতে পারে, মিয়ানমার থেকে ইয়াবার একটি বিশাল চালান রেজুআমতলী বিওপি’র আওতাধীন গোলডেবার পাহাড় দিয়ে দেশে ঢুকছে। এরপর কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্ত রেজুআমতলী বিওপি’র একটি টহল দল গোলডেবার পাহাড়ে অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। রাত ৮টার দিকে ইয়াবা পাচারকারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে।

বিজিবি টহল দলও চোরাকারবারিদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়লে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ব্যাগ ফেলে জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে তিন লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।