নোবিপ্রবি শিক্ষার্থীকে চাপা দেওয়া ঘাতক ট্রাকের চালক আটক

সড়ক দুর্ঘটনায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী অজয় মজুমদার (২৩) নিহতের ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ৯টায় জেলার বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙ্গা এলাকা থেকে নোয়াখালী গোয়েন্দা শাখার একটি টিম তাকে আটক করে।

আটক হওয়া চালকের নাম মামুন আলী (৫৮)। তিনি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ী নতুনপাড়া গ্রামের জাবেদ আলী মন্ডলের ছেলে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া ট্রাক চালক মামুন আলীকে আটক করা হয়েছে। এর আগে ট্রাকটি জব্দ করা হয়।’

এর আগে দুপুর ১টায় সোনাপুর জিরো পয়েন্টে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অজয় মজুমদার নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অজয় সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের বাদল চন্দ্র মজুমদারের ছেলে। নিহতের ঘটনায় সোনাপুর জিরো পয়েন্টে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহপাঠীরা। পরে নোবিপ্রবির উপাচার্য ও প্রক্টরের আশ্বাসে তারা সড়ক ছাড়েন।