বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আনসারের অবদান অপরিসীম: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘দেশে প্রতি মুহূর্ত ও যথাসময়ে কাজ করছে আনসার বাহিনী। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আনসার বাহিনীর অবদান অপরিসীম।’

রবিবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাইকেল শোভাযাত্রার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দেশের স্বাধীনতা অর্জনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যেমন রয়েছে গৌরবোজ্জ্বল অবদান। তেমনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সদা তৎপর রয়েছে।’

সাইক্লিং শোভাযাত্রা আয়োজনের প্রশংসা করে আসাদুজ্জামান খান আরও বলেন, ‘বিজয়ের মাসে এটি আরেক বিজয়। এ বিজয় আনসার-ভিডিপির এবং আমাদের। এই বিজয়ের দিনে আমি আপনাদের সঙ্গে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এমন বর্ণাঢ্য আয়োজনের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকসহ সব সাইক্লিস্ট এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলার সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য শাহীন আক্তার ও সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।