চট্টগ্রামের ওয়েলফুডকে ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের কালুরঘাটে বিসিক ভারী শিল্প এলাকার ওয়েলফুড কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ ডিসেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী এক বিজ্ঞপ্তিতে জানান,  অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন ও বেকারিপণ্য উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে ওয়েলফুড কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পলিথিন ব্যাগ পাওয়ায় এক দোকানিকে পাঁচশ টাকা এবং মাংসবিহীন দিবসে মাংস বিক্রি করার অপরাধে অপর দুই দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা সহায়তা দেন।