তারেক রহমান ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, তারেক রহমান লন্ডনে বসে ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। আর মির্জা ফখরুল ইসলাম প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। তাদের স্বপ্ন সফল হবে না। এটা ভাবার কারণ নেই যে আওয়ামী লীগ ছোট ও দুর্বল সংগঠন। 

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগর আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন মহিউদ্দিন চৌধুরীর ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

হানিফ বলেন, কয়েক দিন আগে মির্জা ফখরুল বলেছেন, খালেদা জিয়া গণতন্ত্রের মা ও প্রথম নারী মুক্তিযোদ্ধা। আর তারেক রহমান নাকি শিশু মুক্তিযোদ্ধা। একটা দলের মহাসচিবের এমন বক্তব্য হাস্যকর। এই কথা বলে বীর মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন তিনি।
 
তিনি আরও বলেন, মির্জা ফখরুলের বাবা ছিলেন স্বাধীনতাবিরোধী। তিনি নিজেও স্বাধীনতাবিরোধী ছিলেন। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জন্য আজ স্বাধীনতাবিরোধীদের মুক্তিযোদ্ধা বানাতে চান। বেগম খালেদা জিয়া কোন যুক্তিতে মুক্তিযোদ্ধা ছিলেন? মির্জা ফখরুলের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাই।

মহিবুল হাসান চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত বিদেশে লবিস্ট নিয়োগ করে র‌্যাবের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে। এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রতিযোগিতা থাকবে কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে।