ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন শতবর্ষী বৃদ্ধ

চাঁদপুরে পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছেলের কোলে চড়ে ভোটকেন্দ্রে এসেছেন শতবর্ষী বাবা নারায়ণ চন্দ্র পাল। বয়সের ভারে চলাফেরায় অনেকটাই অক্ষম তিনি। কিন্তু ভোট দিতে হবে স্কুল ভবনের দোতলায়। এ অবস্থায় ছেলের কোলে চড়ে স্কুল ভবনের দোতলায় কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি। ভোট দিতে পেরে আনন্দিত এই বৃদ্ধ।

বুধবার (০৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের কচুয়ার ১২ নম্বর আশ্রাফপুর ইউনিয়নের পিপলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই দৃশ্য দেখা যায়। নারায়ণ চন্দ্র পাল (১০২) পিপলকরা এলাকার বাসিন্দা।

নারায়ণ চন্দ্র পাল বলেন, ‘ভোট দিতে পারবো কি-না, তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। সকাল থেকে ভোটকেন্দ্রের অবস্থা স্বাভাবিক শুনে ছেলেকে বললাম, আমাকে ভোট কেন্দ্রে নিয়ে যাও।’

তিনি আরও বলেন, ‘জীবনে অনেকবার ভোট দিয়েছি। জীবনের শেষপর্যায়ে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিলাম। খুব ভালো লাগছে।’

পঞ্চম ধাপে চাঁদপুরের ফরিদগঞ্জের ১৩, কচুয়ার ১২, হাইসচরের চারসহ ২৯ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।