চাঁদপুরে নির্বাচনি সহিংসতায় নিহত ২

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় চাঁদপুরে দুজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন কচুয়ায় ও অন্যজন হাইমচরে নিহত হন। বুধবার (৫ জানুয়ারি) বিকালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় ছুরিকাঘাতে প্রাণহানি ঘটে। জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

কচুয়ার সাচার এলাকায় নিহত যুবকের নাম শরীফ হোসেন। তার বাবার নাম শহীদ উল্লাহ। তিনি হাতিরবন্ধ গ্রামের বাসিন্দা। দুই সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষ দেখা দিলে ছুরিকাঘাতে আহত হন শরীফ। হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান।

অন্যদিকে হাইমচরের নীলকমল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাহেরচর এলাকায় বিকাল ৩টায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে একজন নিহত হন। তার নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, সাচার ইউনিয়নের একটি কেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে ছুরিকাঘাতে শরীফ আহত হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

পুলিশ সুপার আরও জানান, অপর ঘটনাটি হাইমচরের নীলমকল ইউনিয়নের কেন্দ্রের অদূরে ঘটেছে। দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অপরজন নিহত হন। এখনও কেউ গ্রেফতার হয়নি। তবে যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

হাইমচর থানার ওসি মাহবুব মোল্লা জানান, নীলকমল ইউনিয়নের ঈশানবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছুরিকাঘাত হওয়া একজনের লাশ পাওয়া গেছে। তার পরিচয় এখনও জানা যায়নি।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, ‘সাচার ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট দেন শরীফ। বাড়ি যাওয়ার পথে সে জাল ভোট দিয়েছে বলে তাকে মারধর ও ছুরিকাঘাত করা হয়। পরে ঢাকায় নেওয়ার পথে মারা গেছে।’