বিএনপির ৪ নেতাকে হেফাজতে নিলো পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার এলাকায় শনিবার (৮ জানুয়ারি) দুপুর ২টায় সমাবেশ ডেকেছে জেলা বিএনপি। সমাবেশের আগের দিন শুক্রবার দুপুরে দলটির জেলার চার শীর্ষ নেতাকে পুলিশ হেফাজতে নিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার বিকালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। ওই স্থানে একই সময়ে ছাত্রলীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

হেফাজতে নেওয়া বিএনপির নেতারা হলেন, জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

হাফিজুর রহমান মোল্লা কচি দাবি করেন, ‘জেলা পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার এই সমাবেশকে কেন্দ্র করে ১৫ দিন আগে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। তারা আবেদনে সাড়া দেয়নি। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। কিন্তু হঠাৎ জানতে পারলাম ছাত্রলীগ নাকি কয়েক দিন আগে আমাদের সভাস্থলে একটি সভা আহ্বান করেছে। আমরা মনে করি, এটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।’ সমাবেশের আগের দিন দলীয় চার নেতাকে পুলিশি হেফাজতে নেওয়ার নিন্দা জানান এবং অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন তিনি।

এদিকে, জেলা বিএনপির চার নেতাকে হেফাজতে নেওয়ার বিষয়টি স্বীকার করে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, আগামীকাল সমাবেশকে কেন্দ্র করে দুটি রাজনৈতিক দল একই সময়ে একই স্থানে সমাবেশ আহ্বান করায় পৌর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ফলে জেলা প্রশাসনের পক্ষ থেকে শনিবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কেউ যদি ১৪৪ ধারা ভঙ্গের চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার পাশাপাশি বাইরে থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স আনা হয়েছে। যেকোনও অপ্রীতিকর ঘটনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।