মিয়ানমার থেকে আসা এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে আনার সময় এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় ধাওয়া দিয়েও পাচারকারীদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।

শনিবার (০৮ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং নাফ নদ সংলগ্ন ধানক্ষেত থেকে ইয়াবার এই চালান উদ্ধার করা হয়। রবিবার (০৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি বলেন, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপির বিজিবির সদস্যরা ওয়াব্রাং এলাকায় অবস্থান নেন। কিছুক্ষণ পর নাফ নদের বেড়িবাঁধ পেরিয়ে ধানক্ষেত দিয়ে দুই জনকে আসতে দেখে দাঁড়ানোর সংকেত দেন। এ সময় দুই পাচারকারী একটি বস্তা ফেলে পলিয়ে যায়। তাদের আটক করা সম্ভব হয়নি। পরে ধানক্ষেতে ফেলে যাওয়া বস্তা থেকে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার ইয়াবা পরবর্তী সময়ে বিনষ্ট করা হবে। এখন এসব ইয়াবা বিজিবির দফতরে মজুত রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।