টেকনাফের শীর্ষ সন্ত্রাসী বদি আলমসহ গ্রেফতার ৪, ইয়াবা-অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী বদি আলম প্রকাশসহ চার জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ হাজার ২০ পিস ইয়াবা, ৩৭ হাজার ৬৬০ টাকা, বিদেশি মদ, দুটি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ দেশি অস্ত্র। 

শনিবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মাছের ঘেরের পাশের টংঘরের ভেতর থেকে এসব অস্ত্র ও মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। রবিবার সন্ধ্যায় র‍্যাব-১৫-এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান। 

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫-এর আভিযানিক দল জানতে পারে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী টেকনাফের হ্নীলা ইউনিয়নের মাছের ঘেরের টংঘরে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১১টা ৪০ মিনিটে অভিযান চালিয়ে চার সন্ত্রাসীকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা একাধিক মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।