লঞ্চের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো পন্টুন

বরিশালের ঘোষেরহাট থেকে ঢাকার সদরঘাটগামী নিউ সাব্বির-২ লঞ্চের ধাক্কায় দুমড়ে-মুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে চাঁদপুর লঞ্চঘাটের একটি পন্টুন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত দেড়টার দিকে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রাবিরতিকালে এ দুর্ঘটনা ঘটে। গভীর রাতে পন্টুনে লোকজন না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

চাঁদপুর লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর মো. শাহ আলম বলেন, ‘রাতে সাব্বির-২ লঞ্চটি পন্টুনে আঘাত হানে। ড্রাইভারের অসতর্কতার কারণে এমনটি হয়ে থাকতে পারে।’

নিউ সাব্বির-২ লঞ্চচাঁদপুর বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, ‘যদ্দূর জেনেছি লঞ্চটি ব্রেক ফেল করে পন্টুনে সজোরে ধাক্কা দেয়। ঘটনাটি রাতে হওয়ায় ওই সময় ঘাটে মানুষজন কম ছিল, তাই অন্য কোনও ঘটনা ঘটেনি। যাত্রীদেরও ক্ষয়ক্ষতি হয়নি।’

তিনি বলেন, ‘এতে নিচের ও উপরের অংশসহ পন্টুনের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতোমধ্যেই লঞ্চমালিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। শুক্রবার তাদের লোকজন এসে পন্টুন মেরামত করার ব্যবস্থা নেবে। আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ঠিক করে দিলে হয়তো আইনগত ব্যবস্থার দিকে যাবো না।’