বাঁশখালী পৌর নির্বাচনে নৌকার জয়

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন। তিনি নৌকা প্রতীকে ১৪ হাজার ৩৪৫ ভোট পেয়েছেন।

রবিবার (১৬ জানুয়ারি) রাত ৭টার দিকে ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। 

অ্যাডভোকেট তোফাইলের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র কামরুল ইসলাম হোছাইনী মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন এক হাজার ৩৬৫ ভোট। তিনি কারচুপির অভিযোগ এনে দুপুর ১২টার দিকে নির্বাচন বর্জন করেছিলেন।

রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ২৬ হাজার ৯৮০ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ৭২৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফয়সাল আলম বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে।  

বাঁশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুই জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৯৪ ও নারী ১২ হাজার ৮৮৬।