চট্টগ্রামে আরও ৭০৪ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময় কারও মৃত্যু হয়নি। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজার ৯৭ জনে। আর এ পর্যন্ত মোট এক হাজার ৩৪৩ জন মারা গেছেন।

শনিবার (২২ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৪২৩টি নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত হয়েছে ৭০৪ জনের। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২৯ দশমিক শূন্য ৫ শতাংশ। শনাক্তদের মধ্যে ৫৩১ জন মহানগরের এবং ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি জানান, ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৭১, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৬৭, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৬০, শেভরন হাসপাতালে ১৬৩, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৮, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩২ এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৫৩ জনের করোনা শনাক্ত হয়।